৩ দিনেই ৫০০ কোটির ক্লাবে আরআরআর

দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত আরআরআর সিনেমা বক্স অফিস মাতাচ্ছে। সিনেমাটি মাত্র তিন দিনের মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রূপি আয় করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত

দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত আরআরআর সিনেমা বক্স অফিস মাতাচ্ছে। সিনেমাটি মাত্র তিন দিনের মধ্যে বিশ্বব্যাপী ৫০০ কোটি রূপি আয় করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির সময়ে আরআরআর এককভাবে দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনছে। সিনেমাটি বক্স অফিসে রেকর্ড তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আরআরআর একটি অ্যাকশন এন্টারটেইনার যা বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেয়েছে। করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তি একাধিকবার স্থগিত করা হয়। তবে, অবশেষে গত ২৫ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছে, সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি রূপি আয় করেছে।

পরিচালক এসএস রাজামৌলি তেলেগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবনের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন। রাম চরণ আল্লুরি সীতারাম রাজুর চরিত্রে এবং জুনিয়র এনটিআর কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি ৪৫০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত হয়েছে।

জুনিয়র এনটিআর ও  রাম চরণ ছাড়াও সিনেমাটিকে আলিয়া ভাট, অজয় দেবগন, সামুথিরাকানি, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি এবং অলিভিয়া মরিস অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এমএম কেরাভানি, সিনেমাটোগ্রাফি করেছেন কে কে সেন্থিল কুমার এবং সম্পাদনা করেছেন এ শ্রীকর প্রসাদ।

Comments

The Daily Star  | English
High temperature days record in Bangladesh

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

13h ago