নাটক

দীর্ঘ বিরতির পর নাটক পরিচালনায় আবুল হায়াত

অভিনয়ের পাশাপাশি নাটক লেখা ও পরিচালনা করেন গুণী নাট্যজন আবুল হায়াত। দীর্ঘদিন পর নিজের লেখা একটি নাটক পরিচালনা করছেন তিনি।
আবুল হায়াত। ছবি: স্টার

অভিনয়ের পাশাপাশি নাটক লেখা ও পরিচালনা করেন গুণী নাট্যজন আবুল হায়াত। দীর্ঘদিন পর নিজের লেখা একটি নাটক পরিচালনা করছেন তিনি।

গত ২২ নভেম্বর থেকে শুটিং শুরু হওয়া নাটকটির নাম 'কান পেতে রই'।

এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন আবুল হায়াত। আরও অভিনয় করছেন দিলারা জামান, দীপা খন্দকার, শাহেদ শরীফ খান প্রমুখ।

আবুল হায়াত দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভালোবাসার শক্তি থেকেই নাটকটি পরিচালনা করছি। ভালোবাসা ও ইচ্ছে শক্তি আমাকে কাজটি করতে সাহস জুগিয়েছে।'

করোনায় আক্রান্ত হওয়ার বেশ কয়েক মাস পর অভিনয়ে ফিরেছিলেন আবুল হায়াত। দীর্ঘদিন পর তিনি কোনো নাটক পরিচালনা করছেন।

নাটকের গল্প নিয়ে তিনি বলেন, 'এক বৃদ্ধ ও বৃদ্ধার জীবনের গল্প নিয়ে নাটকের কাহিনী। হঠাৎ আসা একিটি চিঠি গল্পের মোড় ঘুড়িয়ে দেয়।'

নতুন নাটক পরিচালনা ছাড়াও লেখালেখি করে সময় কাটছে আবুল হায়াতের। একুশে বই মেলার জন্য লেখালেখি শুরু করেছেন তিনি। লিখছেন নাটকও।

আবুল হায়াতের পরিচালনায় কাজ করার বিষয়ে দিলারা জামান বলেন, 'আমরা একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। আবুল হায়াতের পরিচালনায়ও কাজ করেছি। দীর্ঘ বিরতির পর আবার তার পরিচালনায় এই নাটকে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago