কলকাতার বাংলা সিনেমায় কতটা আগ্রহী দর্শক 

বাংলাদেশের সিনেমা হলে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে কলকাতার বাংলা সিনেমা 'বাজী'। দীর্ঘদিন পর সাফটা চুক্তির মাধ্যমে দেশে কলকাতার কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।
১৫ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার বাংলা সিনেমা বাজী। ছবি: স্টার

বাংলাদেশের সিনেমা হলে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে কলকাতার বাংলা সিনেমা 'বাজী'। দীর্ঘদিন পর সাফটা চুক্তির মাধ্যমে দেশে কলকাতার কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটির আমদানিকারক তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

আবুল কালাম বলেন, 'পূজা উপলক্ষে কলকাতায় "বাজী" মুক্তি পাবে ১০ অক্টোবর। আর, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।'

চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, গত ৩ জুন বাংলাদেশ থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে 'বাজী'। জিৎ-মিমি চক্রবর্তী অভিনীত এ সিনেমা দিয়ে প্রায় ২ বছর পর খুলবে 'মধুমিতা' সিনেমা হল।

কলকাতার বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শনের বিষয়ে খ্যাতিমান অভিনেতা সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'অতীতেও আমাদের এখানে কলকাতার বাংলা সিনেমা চলেছে। সেগুলো কি খুব ভালো চলেছে এদেশের সিনেমা হলে? আমাদের দর্শকরা কি সেই সিনেমাগুলো গ্রহণ করেছে। কলকাতার বাংলা সিনেমায় কি বেশি দর্শক প্রেক্ষাগৃহে আসে? একটু খোঁজ-খবর নিলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমাকে কিছুই বলতে হবে না।'

জানতে চাইলে মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার হলে চালানোর মতো নতুন কোনো বাংলা সিনেমা নেই, যেটা দিয়ে প্রেক্ষাগৃহ খুলতে পারি। কলকাতার জিৎ অভিনীত "বাজী" সিনেমা দিয়েই হল খোলার ইচ্ছা আছে আমার। ৮ অক্টোবর থেকে মধুমিতা খোলার ইচ্ছা ছিল। কিন্তু, সিনেমাটা কলকাতায় ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে। তাই, এটা আমরা ৮ তারিখ থেকে চালাতে পারব না। তবে, ১৫ অক্টোবরের আগে পেলে আগে, না হলে ওই তারিখ থেকে চালাব। এটা দিয়েই মধুমিতা খুলবো, তা বলতে পারি।'

সিনেমা হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহসভাপতি মিয়া আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কলকাতার সিনেমা কয়েকদিন আগে-পরে আমাদের এখানে মুক্তি পেলে দর্শক কিছুটা সিনেমা দেখবে বলে আমার বিশ্বাস। "বাজী" সেই কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ। দর্শক সিনেমা হলে কিছুটা হলেও, বাড়বে বলে মনে করি। যদি কলকাতার সঙ্গে একইদিনে  মুক্তি দেওয়া যেত, তাহলে আরও ভালো হতো। ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। দেখা যাক কী হয়।'

কলকাতার বাংলা সিনেমা প্রসঙ্গে ঢাকার বিভিন্ন সিনেমা হলে খোঁজ নিয়ে জানা যায়, সাফটা চুক্তির মাধ্যমে আসা বাংলা সিনেমাগুলো আগে তেমন ভালো ব্যবসা করেনি বাংলাদেশের সিনেমা হলগুলোতে।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন সিনেমা হলের ব্যবস্থাপক দ্য ডেইলি স্টারকে জানান, কলকাতার বাংলা সিনেমাগুলো বাংলাদেশে তেমন ব্যবসা কোনোদিনই করেনি। তবে, যৌথ প্রযোজিত কয়েকটি সিনেমা ভালো ব্যবসা সফল হয়েছে। এর মধ্যে আছে নবাব, সুলতান।

Comments

The Daily Star  | English

Dhaka’s Toxic Air: High levels of cancer-causing elements found

The concentration of cancer-causing arsenic, lead and cadmium in Dhaka air is almost double the permissible limit set by the World Health Organization, a new study has found.

2h ago