বাণিজ্য

বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছরে স্মারক মুদ্রা

বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এবং জাপান মিন্ট যৌথভাবে একটি রৌপ্য মুদ্রা তৈরি করেছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক এবং জাপান মিন্ট যৌথভাবে একটি রৌপ্য মুদ্রা তৈরি করেছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদযাপন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাটি ইস্যু করবে। 

জাপান মিন্ট হল জাপান সরকারের একটি স্বাধীন প্রশাসনিক প্রতিষ্ঠান। যেটি জাপানের মুদ্রা উৎপাদন ও সরবরাহে কাজ করে। 

ইস্যু করার পর, স্মারক মুদ্রাটি বাংলাদেশ ও জাপানে কিনতে পাওয়া যাবে। 

বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে তাদের মতিঝিল অফিস এবং রাজধানীর মিরপুরে টাকা জাদুঘরের মাধ্যমে গ্রাহকদের কাছে মুদ্রা বিক্রি করবে।

এ ছাড়া জাপান মিন্ট জাপানে তার গ্রাহকদের কাছে মুদ্রাটি বিক্রি করবে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago