বাণিজ্য

জানুয়ারিতে ডানা মেলবে ‘এয়ার অ্যাস্ট্রা’

আগামী বছরের জানুয়ারি থেকে আকাশে ডানা মেলতে চলেছে নতুন প্রাইভেট এয়ার অপারেটর এয়ার অ্যাস্ট্রা। এটি বাংলাদেশে চালু থাকা তৃতীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করবে।

আগামী বছরের জানুয়ারি থেকে আকাশে ডানা মেলতে চলেছে নতুন প্রাইভেট এয়ার অপারেটর এয়ার অ্যাস্ট্রা। এটি বাংলাদেশে চালু থাকা তৃতীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করবে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আশা করছি জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে আমাদের ফ্লাইট চলাচল শুরু হবে।'

তিনি আরও বলেন, 'আমরা সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি। যদি আমরা জানুয়ারির মধ্যে অন্তত চারটি উড়োজাহাজ সংগ্রহ করতে পারি, তাহলে আমরা সমস্ত অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে পারব।'

নিয়ম অনুযায়ী, এয়ারলাইন্সগুলো অন্তত এক বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।

Comments