ফিলিপাইনে সুপার টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ২০৮, নিখোঁজ ৫২

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’–এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ফিলিপাইনে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ছবি: এপি

ফিলিপাইনে সুপার টাইফুন 'রাই'–এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, ঘূর্ণিঝড়ে অন্তত ২৩৯ জন আহত হয়েছেন। নিখোঁজ আছেন ৫২ জন।

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এলাকাকে 'সম্পূর্ণ ধ্বংসস্তূপ' হিসেবে বর্ণনা করেছেন উদ্ধারকারীরা।

গত বৃহস্পতিবার ফিলিপাইনে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ কারণে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলো থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

এতে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপক ভূমিধস এবং বন্যায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন বিবিসিকে বলেন, 'অনেক এলাকায় বিদ্যুৎ নেই, যোগাযোগ বন্ধ, পানিও খুবই কম।'

'কিছু এলাকার ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে যে, এসব এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপভাবে বোমা ফেলা হয়েছে', যোগ করেন তিনি।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘমেয়াদী ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য ২০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক চেয়ে জরুরি আবেদন করেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank cuts lending rate margin

Bangladesh Bank says ‘reserve heist’ report is fake

It was “absolutely fake” news, Bangladesh Bank spokesman Mezbaul Haque said today.

1h ago