ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, লেখক ভট্টাচার্যের মাথায় আঘাত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও  সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা মঞ্চে ছিলেন।

পরিচয় গোপন করার শর্তে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসিম উদ্দীন হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঠের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা, ধাক্কাধাক্কি পরে হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এক পর্যায়ে মঞ্চ থেকে নামার পর একটি পাথর লেখক ভট্টাচার্যের কপালে লাগে। পরে তাকে হেলমেট পরিয়ে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

তার মাথায় সেলাই পড়েছে বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দীন হলের আরও ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ ঘটনার পর উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য সিনিয়র নেতাকর্মীদের মঞ্চে দেখা গেলেও লেখক ভট্টাচার্যকে দেখা যায়নি।

এ প্রসঙ্গে জানতে আল নাহিয়ান খান জয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায় নি।

কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও লেখকের ঘনিষ্ঠ কর্মী আবদুল জব্বার রাজ সাংবাদিকদের জানান, লেখক ভট্টাচার্য মাথায় সামান্য আঘাত পেয়েছেন। এখন বিষয়টি মিটমাট হয়ে গেছে।  

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

10h ago