চট্টগ্রামে দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম নগরীর চেরাগী মোড় এলাকায় আসকর বিন তাদের ইভান (১৮) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য  নিশ্চিত করেছেন।
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর চেরাগী মোড় এলাকায় আসকর বিন তাদের ইভান (১৮) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

ইভান নগরীর এনায়েত বাজার এলাকার এসএম তারেকের ছেলে। তিনি চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজের ছাত্র ও জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। তবে এখনই নিশ্চিত করে কারণ বলা যাচ্ছে না।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর সৈবাল দাস সুমন এবং ছাত্রলীগ নগর ইউনিটের সহসম্পাদক সাব্বির সাদেকের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্বের জের ধরে গতকাল ইফতারের পরে নগরীর আন্দারকিল্লা এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনার ছড়িয়ে পড়ে। রাতে দুপক্ষই চেরাগী মোড়ে অবস্থান নেয়। আনুমানিক রাত ৯টার দিকে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইভানকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

কথিত আছে, সৈবাল দাস সুমন ও সাব্বির নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজেএম নাসির উদ্দিনের অনুসারী।

জাহিদুল কবির আরও বলেন, আহত হওয়ার পরে ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পুলিশ হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের সদস্যকের কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English
IMF calls for smaller budget

IMF suggests raising power, gas and fertiliser prices

The International Monetary Fund yesterday recommended reducing government subsidies by hiking prices of power, gas and fertiliser, and spending the saved money on society safety net programmes.

17h ago