ক্যাম্পাস

শতাধিক নিয়োগকে কেন্দ্র করে সভা পণ্ড, পাবিপ্রবি উপাচার্য ‘অবরুদ্ধ’

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য মো. রোস্তম আলীর মেয়াদের শেষ সময়ে এসে শতাধিক নিয়োগকে কেন্দ্র করে পণ্ড হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য মো. রোস্তম আলীর মেয়াদের শেষ সময়ে এসে শতাধিক নিয়োগকে কেন্দ্র করে পণ্ড হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভা।

সভায় উপস্থিত একাধিক শিক্ষক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, উপাচার্যের মেয়াদকালে এটাই ছিল রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভা। সভায় ৬০টির বেশি এজেন্ডা ছিল। কিন্তু উপাচার্য শুরুতেই তার ভাতিজিসহ শতাধিক নিয়োগের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সভায় উপস্থিত অন্য শিক্ষকরা তাতে আপত্তি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আব্দুল আলীম বলেন, 'ভাতিজির নিয়োগ নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য সভা ছেড়ে যেতে উদ্যত হন। তখন অন্য শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ সভায় আলোচনার জন্য শিক্ষকদের পদোন্নতিসহ আাভাভভভা  রও অনেকগুলো এজেন্ডা ছিল।'

রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে যাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।

এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ডেইলি স্টারের সংবাদদাতা জানান, উপাচার্য রোস্তম আলী এখন তার কার্যালয়ে এক প্রকার অবরুদ্ধ আছেন। বাইরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Rooppur, Matarbari and metro projects to get highest ADP allocation

The government is set to increase budget allocation for quick completion of the Rooppur nuclear and Matarbari coal-fired power plant projects.

40m ago