ঢাবির জসীম উদদীন হল ক্যান্টিনের দেয়াল ধসে আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ক্যান্টিনের ভেতরে একটি দেয়াল ধসে ২ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের ক্যান্টিনের ভেতরে একটি দেয়াল ধসে ২ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

দেয়াল ধসের কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। 

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করেছি।'

তিনি আরও বলেন, 'দেয়াল ধসের ঘটনায় দুজন আহত হয়েছেন, তারা বহিরাগত। আমাদের শিক্ষার্থীরা নিরাপদে আছে। তবে, তারা দুর্ঘটনায় পড়তে পারতো।'

ঘটনার প্রত্যক্ষদর্শী ক্যান্টিনের ব্যবস্থাপক দিদারুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই ক্যান্টিনের ভেতরে একটি দেয়ালের অংশ ভেঙে পড়ে। অনেক ছাত্র তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এখানে খেতে এসে দুই বহিরাগত আহত হয়েছেন।'

তিনি আরও জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago