আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান মনিটর করছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আরও বলেন, আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটর করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক করা হবে।
ডিসি সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: পিআইডি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আরও বলেন, আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটর করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক করা হবে।

আজ মঙ্গলবার ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, '১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৮৬ লাখ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটর করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক করা হবে।'

তিনি আরও বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ করা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রন ছড়িয়ে পড়লে বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাস করবে। এর আগ পর্যন্ত সরাসরি পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা নেই।'

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ওমিক্রনে আক্রান্ত হয়ে বর্তমানে আইসোলেশনে আছে। তারা কেউ গুরুতর অসুস্থ না জানিয়ে দীপু মনি বলেন, 'আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বৈঠক করেছি, তারা বিষয়টি নিশ্চিত করেছেন।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago