‘অ্যাসেট’ প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৩০০ মিলিয়ন ডলারের চুক্তি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি সই হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়িত অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি সই হয়েছে।

আজ সোমবার এই চুক্তি হয় বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ড. দেলোয়ার হোসেনের সইকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে বিশ্বব্যাংক ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন অর্থায়ন চুক্তিতে সই করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য, নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ বাংলাদেশি যুবক ও কর্মীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির লক্ষ্যে তাদেরকে চাহিদাভিত্তিক দক্ষ জনবল হিসেবে তৈরি করা।

৫ বছর মেয়াদী এই প্রকল্প ২০২৬ সালে শেষ হবে। 

Comments

The Daily Star  | English

EVMs, the EC, and waste of public money

Why did the EVM experiment fall on its face?

10h ago