ঈদের আগে চুলের যত্ন

ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি। কেনাকাটা কয়েক দফায় হয়ে গেলেও অনেকেই এখনো অমনোযোগী আছেন চুলের যত্নের ব্যাপারে। তবে চুল যদি ঠিক থাকে, রেডি হবার সময় বেচেঁ যায় অনেকখানি আর চুল যদি এলোমেলো, রুক্ষ কিংবা ড্যামেজড হয় তাহলে পুরো ঈদের সাজেই নেমে আসবে ভাটা। তাই ঈদের আগেই চুলের যত্নে যে কাজগুলো করতে পারেন। 
ছবি: সংগৃহীত

ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি। কেনাকাটা কয়েক দফায় হয়ে গেলেও অনেকেই এখনো অমনোযোগী আছেন চুলের যত্নের ব্যাপারে। তবে চুল যদি ঠিক থাকে, রেডি হবার সময় বেচেঁ যায় অনেকখানি আর চুল যদি এলোমেলো, রুক্ষ কিংবা ড্যামেজড হয় তাহলে পুরো ঈদের সাজেই নেমে আসবে ভাটা। তাই ঈদের আগেই চুলের যত্নে যে কাজগুলো করতে পারেন। 

স্টার ফাইল ছবি

চুল কাটা

চুল কাটার যদি পরিকল্পনা থাকে, তাহলে তা এই কয়েক দিনের মধ্যেই কেটে ফেলতে হবে। কেন না, চুল কাটার পর বেশ কিছুদিন সময় লাগে সেই চুল পুরোপুরি সেট হতে। কেউ যদি ঈদের কয়েক দিন আগে চুল কাটার সিদ্ধান্ত নেন, তাইলে এখনই তা বদলে ফেলনু। কেন না চুল ঈদের কিছুদিন আগে কাটলে তা ঈদের দিন পর্যন্ত সেট হবে না।

আপনার যদি চুল কাটাই থাকে, তবে ঈদের আগে আর চুল কাটার দরকার নেই। প্রয়োজন হলে কিছুটা ট্রিম করিয়ে ফেলতে পারেন। এতে চুলের আগা ফাটা থাকলে সেগুলো চলে যাবে এবং চুলের ড্যামেজড ভাব দূর হবে।

প্রাকৃতিক উপাদান 

চুলে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার যেকোনো প্যাক দেওয়া ভালো। টক দই, মধু ও ডিম মিশিয়ে চুলে দিয়ে ৩০ মিনিট পরে ধুয়ে ফেলতে পারেন। এগুলো বানাতে বেশি ঝামেলা মনে হলে কিনে নিতে পারেন হেয়ার মাস্ক।

ন্যাচারাল উপাদান দিয়ে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করুন যেখানে প্যারাবিন, সালফেট কিংবা এসএলএস নেই। মাস্ক ব্যবহার করলে চুলের এলোমেলো ভাব অনেকটা কমে চুলে কোমোলতা ফিরে আসবে।

স্টার ফাইল ফটো

স্পা

ঈদের আগে অনেকেই স্পা করিয়ে থাকেন। সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো মানের স্পা করানোর। আর প্রতি মাসে একবার স্পা করলে চুলে বেশ ভালো পরিবর্তন দেখা যায়। ঈদের আগের সপ্তাহে যে কোনো দিন স্পা করিয়ে নিতে পারেন। ঈদের দিন পর্যন্ত তাহলে স্পা শাইন পাবেন।

এইগুলো ছাড়াও শ্যাম্পুকন্ডিশনার এবং হেয়ার সিরাম ব্যবহার করতে হবে নিয়মিত। ঝলমলে চুলের সঙ্গে কাটুক এবারের ঈদ।

 

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago