বিপিএল ২০২২

বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহী টেইট 

খেলোয়াড়ি জীবনে গতির জন্য নাম কুড়িয়েছিলেন টেইট। একশো মাইল গতিতে বল করতে পারা ইতিহাসের তিন পেসারের একজন তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলেও তা খুব বেশি সমৃদ্ধ হয়নি। ২০১৬ সালে খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের দিকে মন দেন টেইট। 
ShaunTait
মিরপুরে শন টেইট। ছবি- ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ডে দারুণ সাফল্যের পরও ওটিস গিবসনের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ খালি হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এই পদ পরের সিরিজের আগেই পূরণ করতে চাইবে বিসিবি। সে পদে নিজেকে দেখতে চান অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করতে এসে তিনি মুখিয়ে বিসিবির লোভনীয় চাকরির দিকে। 

খেলোয়াড়ি জীবনে গতির জন্য নাম কুড়িয়েছিলেন টেইট। একশো মাইল গতিতে বল করতে পারা ইতিহাসের তিন পেসারের একজন তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলেও তা খুব বেশি সমৃদ্ধ হয়নি। ২০১৬ সালে খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের দিকে মন দেন টেইট। 

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এবার বিপিএলে এসেছে চট্টগ্রামের হয়ে কাজ করতে। বাংলাদেশে দুদিন অনুশীলনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে টেইট সোজাসাপ্টা জানিয়ে দেন নিজের আগ্রহ, 'অবশ্যই আমি আগ্রহী (পেস বোলিং কোচ হতে)। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে অবশ্যই আমার জন্য দারুণ হবে (এটি পেলে)।' 

 চট্টগ্রাম দলে টেইট কাজ করার জন্য পাচ্ছেন বেশ কয়েকজন তরুণ পেসার। আছেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজারা। তরুণ এই পেসারদের দেখে বাংলাদেশের আগামী নিয়ে রোমাঞ্চিত তিনি, 'এমনিতেও বাংলাদেশের ক্রিকেটে তরুণ ফাস্ট বোলার ও ক্রিকেটার উঠে আসছে। আগামী ৫-৬ বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর।' 

Comments