আবিদের সেঞ্চুরি, বাবরকে ফেরালেন মিরাজ 

দিনের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই পর পর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে এরপর খেলা অনেকটা সহজ করে দেন আবিদ আলি। অনায়সে তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এরপর বাবর আজমকে ফিরিয়ে বাংলাদেশকে আবার খেলায় রেখেছেন মেহেদী হাসান মিরাজ। 
Mehedi hasan Miraz
বাবরকে বোল্ড করে উল্লাস করছেন মিরাজ। ছবি: ফিরোজ আহমেদ

দিনের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই পর পর দুই বলে উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে এরপর খেলা অনেকটা সহজ করে দেন আবিদ আলি। অনায়সে তুলে নেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এরপর বাবর আজমকে ফিরিয়ে বাংলাদেশকে আবার খেলায় রেখেছেন মেহেদী হাসান মিরাজ। 

ক্যারিয়ারের ১৫তম টেস্টে ২০৯ বলে চতুর্থবারের মতো তিন অঙ্ক স্পর্শ করেন আবিদ। ৯ চার  ২ ছক্কার ইনিংসটা ছিল কোন রকম সুযোগ না দেওয়া। একদম সতর্ক পথে হেঁটে রান বাড়াচ্ছেন এই ওপেনার। 

তবে আরেক পাশে থিতু হওয়ার আগেই ফেরেন বাবর। পাকিস্তান অধিনায়ক ৪৬ বল খেললেও ছিলেন একটু জড়োসড়ো। ৪৫তম বলে এক চার মারার পর মিরাজের সোজা বল লাইন মিস করে বোল্ড হয়ে যান বাবর। পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে আসে ১০ রান। তৃতীয় দিনে প্রথম সেশনে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের ৩৩০ রানের জবাবে ৩ উইকেটে ১৭০ রান করেছে পাকিস্তান। 

এর আগে বাংলাদেশকে সাফল্যের উপলক্ষ এনে দেন তাইজুল। তার পর পর দুই বলে ফিরে যান আব্দুল্লাহ শফিক ও আজহার আলি।

আগের দিনের বিনা উইকেটে ১৪৫ রান নিয়ে নামে পাকিস্তানে। দিনের প্রথম ওভারেই বল করতে আসেন তাইজুল। তার প্রথম চার বল থেকে আসে একটি সিঙ্গেল। পঞ্চম বলটা কাট করতে গিয়ে পরাস্ত হন শফিক। বল আগে লাগে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। আগের দিন প্রায় একই করম একটি অবস্থায় বাংলাদেশ রিভিউ না নেওয়ায় ৯ রানে বেঁচে যান শফিক।

৫২ রান করার পর অবশেষে ফেরানো যায় তাকে। পরের বলেই আসে বড় উইকেট। পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি তাইজুলের প্রথম বলেই হয়ে যান এলবিডব্লিউ।

Comments

The Daily Star  | English
Overview of Rooppur Nuclear Power Plant Bangladesh

Rooppur Nuclear Power Plant: First unit to start production in December

Project deadline extended by 2 years, but authorities hope to complete grid line work before scheduled commissioning

10h ago