সমালোচনা আন্তর্জাতিক খেলারই অংশ: ডমিঙ্গো

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, সমালোচনা আন্তর্জাতিক খেলারই একটা অংশ। এসবের দিকে না তাকিয়ে ক্রিকেটারদের খেলায় ফোকাস করতে কাজ করছেন তিনি।
Russell Domingo
ফাইল ছবি

প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হারের পর দলের দিকে ধেয়ে যাওয়া সমালোচনার তীর তেতো মনে হচ্ছিল ক্রিকেটারদের। পাপুয়া নিউগিনিকে হারানোর পর ভীষণ কণ্ঠে সেসব সমালোচনা নিয়ে নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, সমালোচনা আন্তর্জাতিক খেলারই একটা অংশ। এসবের দিকে না তাকিয়ে ক্রিকেটারদের খেলায় ফোকাস করতে কাজ করছেন তিনি।

স্কটিশ বিপর্যয়ের পর দলের তিন সিনিয়রের ভূমিকা নিয়ে গণমাধ্যমে প্রশ্ন তুলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর অধিনায়ক গভীর কণ্ঠে বলেন, 'আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে, ছোট করা ঠিক না।'

আরও পড়ুন- আমরাও মানুষ, আমাদেরও গায়ে লাগে: মাহমুদউল্লাহ

তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেও আক্ষেপ ঝরান মাহমুদউল্লাহ। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগের দিন শারজাহতে দলের অফিসিয়াল সংবাদ সম্মেলনে ফের উঠে এই প্রসঙ্গ।

আরও পড়ুন- তিন সিনিয়রের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন বিসিবি সভাপতির

কোচ ডমিঙ্গো প্রথমে এড়িয়ে যেতে চাইলেন এই প্রসঙ্গ,  'আমি এখানে কেবল ক্রিকেটে মনোযোগ দিতেই এসেছি। বাইরে থেকে কি হচ্ছে সেসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমার লক্ষ্য হচ্ছে আগামীকালের জন্য দলকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করা।'

তবে পরের উত্তরে বাংলাদেশের কোচ স্পষ্ট করেন, সমালোচনায় ভড়কে যাওয়ার কিছু নেই, 'আপনি যখন বাংলাদেশের  হয়ে খেলবেন, যখন খারাপ পরিস্থিতি থাকবে তখন সমালোচনা হবেই। এটা আন্তর্জাতিক খেলার অংশ। যেসব জিনিস নিজেদের আয়ত্তে আছে সেসব নিয়ে ফোকাস করতে শেখানো কোচদের বড় একটা কাজ।'

'কে কি লিখছে, কি বলছে এসব নিয়ে আমরা কিছু করতে পারি না। আমরা শুধু আমাদের পারফরম্যান্সে মন দিতে পারি। আমাদের পারফরম্যান্স খতিয়ে দেখতে পারি। যেসব জায়গায় উন্নতি দরকার সেসব চিহ্নিত করতে পারি। যদি এসব নিয়ে ভাবি তাহলে মূল জায়গা থেকে ফোকাস সরে যাবে।'

সুপার টুয়েলভে দলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে, সমালোচনার পারদ আরও চড়া হবে নাকি প্রশংসাই জুটবে অবশেষে।

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

5h ago