মিরপুরে টানা জেতায় পাওয়া ‘আত্মবিশ্বাস’ এখন কোথায়?

অথচ এমন তো হওয়ার কথা ছিল না। বিশ্বকাপে টইটুম্বুর আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মন্থর, টার্নিং উইকেট বানিয়ে সেরা ক্রিকেটারদের ছাড়া খেলতে আসা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। এরপর থেকেই আকাশে উড়ছিল তারা। র‍্যাঙ্কিংয়ে লাফও দেওয়ার খবরও বিশাল একটা হাইপ তৈরি করে দিয়েছিল।
Mahmudullah

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজ্যের অন্ধকার মুখে নিয়ে হাজির হলেন মাহমদুউল্লাহ রিয়াদ। কীসের যেন আওয়াজে দুবার কথার মাঝে থেমে গেলেন তিনি। পরে জানা গেল পাশেই স্কটল্যান্ড খেলোয়াড়দের উল্লাস থামাচ্ছিল তাকে। এতে বুকে নিশ্চয়ই হাহাকারটাও হচ্ছিল তীব্র। তারসঙ্গে কি বারবার করে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের বলা দুটি শব্দও ব্যাকগ্রাউন্ডে বাজছিল না? 'জেতার অভ্যাস', 'আত্মবিশ্বাস',  'জেতার অভ্যাস', 'আত্মবিশ্বাস'...

চরম বিব্রতকর হারের পর অনুমিতভাবেই ছুটে গেল বাউন্সার, ইয়র্কার। মাহমুদউল্লাহ থাকলেন রক্ষনাত্মক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে টানা দুইটি পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। হারিয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলকে। কিন্তু হারিয়েছে কীভাবে সেই প্রশ্নই আবার হলো চড়া।

রোববার স্কটল্যান্ডের করা ১৪০ রান টপকাতে খাবি খেলেন ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহ বলছেন উইকেট ছিল ব্যাট করার জন্য বেশ ভালো। সেই ভালো উইকেটে সাকিব আল হাসান করলেন ২৮ বলে ২০, অধিনায়ক নিজে ২২ বলে ২৩! হারের ব্যবধান ৬ হলেও শেষ কয়েকটা রান ছিল কেবল ব্যবধান কমানোর।

অথচ এমন তো হওয়ার কথা ছিল না। বিশ্বকাপে টইটুম্বুর আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মন্থর, টার্নিং উইকেট বানিয়ে সেরা ক্রিকেটারদের ছাড়া খেলতে আসা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। এরপর থেকেই আকাশে উড়ছিল তারা। র‍্যাঙ্কিংয়ে লাফও দেওয়ার খবরও বিশাল একটা হাইপ তৈরি করে দিয়েছিল।

কিন্তু ওসবের মধ্যেও প্রশ্ন উঠছিল- ভুল উইকেটে খেলে মিথ্যা আত্মবিশ্বাস সঙ্গী হলো না তো দলের? খেলা হলো এমন একটা উইকেটে যেখানে কোন ব্যাটসম্যানই তাল পেলেন না, উলটো ছন্দে থাকা ব্যাটসম্যানরা হারালেন ছন্দ। বোলাররা দারুণ করলেন। কিন্তু তাদের সামর্থ্যের ঠিক পরিচয় পাওয়া গেল কিনা বোঝা গেল না।

বাংলাদেশ অধিনায়কের কাছে স্পষ্ট জানতে চাওয়া ছিল, এসব উইকেটে খেলে পাওয়া আত্মবিশ্বাস বুমেরাং হলো কিনা, ভুল আত্মবিশ্বাস সঙ্গী করে বিশ্বকাপে যাওয়ার ফল পেল কিনা বাংলাদেশ? বেশি কথায় না গিয়ে কথাটা একদম অস্বীকার করে গেলেন তিনি,  'আত্মবিশ্বাসের (মিথ্যা আত্মবিশ্বাস) ব্যাপারটা সম্পূর্ণ ভুল। ওইটা কন্ডিশনের জন্য খেলেছিলাম। সে অনুযায়ী ব্যাটিং ঠিক ছিল। ওয়ার্মআপ ম্যাচে দুইশ করলাম। আজকে ভালো করতে পারিনি।'

এই হারের পর বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিয়েই শঙ্কায় পড়ে গেল বাংলাদেশ। যদিও অধিনায়ক মনে করছেন এখনো তেমন চিন্তা নেই, 'ওই রকম চিন্তা হচ্ছে না (মূল পর্বের আগে বাদ)। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারতাম তাহলে ফল আমাদের পক্ষেই আসত। অন্য কিছু না খেলে আমাদের সেরা ক্রিকেট খেলার কথাই চিন্তা করতে হবে।'

 

Comments

The Daily Star  | English
IMF suggestions for Bangladesh

IMF suggests raising power, gas and fertiliser prices

The International Monetary Fund yesterday recommended reducing government subsidies by hiking prices of power, gas and fertiliser, and spending the saved money on society safety net programmes.

16h ago