দুঃসময়ে দলের সমর্থন পাচ্ছেন লিটন

পেস বোলিং কোচ ওটিস গিবসন জানলেন, লিটনকে চাঙ্গা করতে কাজ করছেন তারা।
Liton Das
ফাইল ছবি: বিসিবি

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দু'দুটো ক্যাচ হাত ফসকে বেরিয়েছে, বেরিয়ে গেছে ম্যাচও। ব্যাটে প্রত্যাশিত রান না পাওয়া লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ে হয়েছেন খলনায়ক। চারপাশ থেকে ধেয়ে আসা সমালোচনাতেও বিদ্ধ হচ্ছেন তিনি। তবে এই ক্রিকেটার বাজে সময়ে সমর্থন পাচ্ছেন দলের। পেস বোলিং কোচ ওটিস গিবসন জানলেন, লিটনকে চাঙ্গা করতে কাজ করছেন তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার অবস্থায় ছিল বাংলাদেশ। ১৭২ রান তাড়ায় লঙ্কানদের উড়ন্ত শুরুর পর ম্যাচের ফিরেছিল বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ১৪ রানে ভানুকা রাজাপাকসে ও ৬৩ রানে চারিথা আসালাঙ্কার ক্যাচ ছাড়েন লিটন। রাজাপাকসে পরে করেন ৫০ রান, আসালাঙ্কা করেন ৮০। ৭ বল আগে ৫ উইকেটে জিতে যায় লঙ্কানরা।

দলের এই হারে বাকি সব ছাপিয়ে এককভাবে দায়ি হয়ে আসছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগের দিন সংবাদ সম্মেলনে উঠে লিটনের প্রসঙ্গ। তাতে গিবসন জানিয়ে দিলেন দুঃসময়ে তারা কতটা আগলে রাখছেন এই ক্রিকেটারকে,  'লিটন দাস আমাদের মূল খেলোয়াড়দের একজন। প্রথমত সে আমাদের সেরা ফিল্ডার। ফ্যাক্ট হচ্ছে একাধিক ক্যাচ মিস হয়েছে। কিন্তু দলে যে এতদিন যে অবদান রেখে এসেছে সে, তাতে তা ধ্বংস হয়ে যাচ্ছে না। অবশ্যই যে কেউ ক্যাচ ফেলতে পারে। এটা অনেক বেশি হাইলাইটেড হয়েছে কারণ এতে খেলার ফলটাতে প্রভাব পড়েছে।'

'বেশ কয়েকদিন ধরে সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। বাস্তবতা হচ্ছে অন্য যেকোনো ফিল্ডার থাকলেও ক্যাচগুলো ছাড়তে পারত। আমরা তাকে তার মানের কথা মনে করিয়ে দিচ্ছি, বলছি যে সে আমাদের মূল খেলোয়াড়। আমরা খেলোয়াড়দের সমর্থন করছি সেটা লিটন বা যে কেউ।'

সহজ দুই ক্যাচ ফসকে যাওয়ার পেছনে চাপের পরিস্থিতি একটা কারণ মনে করছেন গিবসন। তবে এই সমস্যা কাটিয়ে উঠতে পরিশ্রম করছে বাংলাদেশ দল, 'সব ক্রিকেট ম্যাচেই কিছু সুযোগ ফসকে যায়। অবশ্যই খেলার ফলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এটা বেশি হাইলাইটেড হয়েছে। কিন্তু আমরা ক্যাচিং অনুশীলন করছি। যখন ছেলেরা চাপের সময়ে খেলে তখন এসব ক্যাচ মিসের ঘটনা ঘটে। আমি বলছি না এটা উদ্বেগের। আমরা প্রতিদিনই খাটছি।'

২৭ অক্টোবর (বুধবার) বিকেল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। একাদশে থাকলে লিটনের উপর নিশ্চিতভাবেই থাকবে বাড়তি নজর।

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

10h ago