বিশ্বকাপ খেলতে ওমান গেল বাংলাদেশ দল

ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিনের' প্রভাবে ফ্লাইট উঠা-নামা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। এমন খবরে বাসা থেকে বেরিয়েও এক পর্যায়ে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে পরে জানা যায় নির্ধারিত সময়েই হবে ফ্লাইট।
Mushfiqur Rahim
ওমানের ফ্লাইট ধরতে বিমানবন্দরে প্রবেশ করছেন মুশফিকুর রহিম। ছবি: ফিরোজ আহমেদ

ওমানে ঘূর্ণিঝড় 'শাহিনের' প্রভাবে ফ্লাইট উঠা-নামা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। এমন খবরে বাসা থেকে বেরিয়েও এক পর্যায়ে ফিরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে পরে জানা যায় নির্ধারিত সময়েই হবে ফ্লাইট। সে অনুযায়ী পরে আবার বিমানবন্দরে প্রবেশ করেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তাই বড় রকমের বিঘ্ন ছাড়াই যাত্রা করেছে বাংলাদেশ দল।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম নিশ্চিত করেন রাত পৌনে এগারোটায় আগের সময় অনুযায়ীই যাত্রার শিডিউল আছে তাদের। পরে সেই ফ্লাইট তিন ঘন্টা বিলম্বে ছেড়ে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ সদস্যের দল যাবে ওমানের মাস্কাটে। সেখানে একদিনের কোয়ারেন্টিনের পর ৫ অক্টোবর থেকে শুরু হবে দলের অনুশীলন।

আজকের ফ্লাইট যাচ্ছেন ১৪ ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও সাপোর্ট স্টাফের অন্যরা। গত বুধবারই সবার আগে স্ত্রীকে নিয়ে ওমানে পৌঁছে গেছেন ওপেনার লিটন দাস।

আইপিএল খেলতে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আছেন সংযুক্ত আরব আমিরাতে। ৭ অক্টোবরের পর সেখান থেকেই দলে যোগ দেবেন এই দুজন।

Taskin Ahmed
ছবি: ফিরোজ আহমেদ

এদিকে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন আরেক রেকর্ড ভাঙ্গতে চান তারা, 'আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। জাতী হিসেবে আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি সেভাবে দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করব কোয়ালিফায়ার রাউন্ডে ঠিকভাবে উৎরে মূল পর্বে যেতে। এবং যতবেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভাল না। চেষ্টা থাকবে সেই রেকর্ড ভাঙ্গার।'

Mahmudullah

ফ্লাইট ধরতে রাত সাড়ে ৮টা থেকে বিমানবন্দরে আসা শুরু করেন ক্রিকেটাররা। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে প্রবেশ করেন সবাই।

সোমবার সকালে ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টিনে প্রবেশ করবেন ক্রিকেটাররা। ৫ তারিখ আইসিসির জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে মাহমুদউল্লাহর দল। 

৮ অক্টোবর পর্যন্ত ওমানে অনুশীলন করার পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ তারিখ আবুধাবি যাবে লাল সবুজের প্রতিনিধিরা। সেখানেও আছে একদিনের কোয়ারেন্টিন। আবুধাবিতে ১২ তারিখ শ্রীলঙ্কা ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা আবার ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে। ১৭ অক্টোবর সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। 

রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

Comments

The Daily Star  | English
Dhaka brick kiln

Dhaka's toxic air: An invisible killer on the loose

Dhaka's air did not become unbreathable overnight, nor is there any instant solution to it.

13h ago