সালমানের সেঞ্চুরি, সানজামুলের ৬ উইকেট

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচদুটিতে দ্বিতীয় দিনেই জয় দেখছে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ। সালমান হোসেনের দারুণ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় লিড পেয়েছে বরিশাল। অপর ম্যাচে সানজামুল ইসলামের ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। পুরো দিন খেলা সম্ভব না হলেও আজ মাঠে গড়িয়েছে প্রথম স্তরের ম্যাচদুটি।
ফাইল ছবি

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচদুটিতে দ্বিতীয় দিনেই জয় দেখছে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ। সালমান হোসেনের দারুণ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় লিড পেয়েছে বরিশাল। অপর ম্যাচে সানজামুল ইসলামের ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। পুরো দিন খেলা সম্ভব না হলেও আজ মাঠে গড়িয়েছে প্রথম স্তরের ম্যাচদুটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে আগের দিনের ২ উইকেটে ১৩৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বরিশাল। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপর প্রান্ত|টা ধরে রাখেন সালমান। খেলেন হার না মানা দারুণ এক সেঞ্চুরি। তাতে ৯ উইকেটে ৩৪৮ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল।

৩৪৪ বলে ১৫২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সালমান। ১৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৮১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন ফজলে রাব্বি। সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৩২ রান। ঢাকা মেট্রো হয়ে ৮৫ রানের খরচায় ৩টি উইকেট নেন এসকেএস স্বাধীন। ২টি করে উইকেট পান শরিফুল্লাহ ও শাহবাজ চৌহান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৪ রান করে দিন শেষ করেছেন ঢাকা মেট্রো। জাহিদুজ্জামান ১৫ ও আসিফ হাসান ০ রানে উইকেটে আছেন। দ্বিতীয় দিন শেষে ২২৭ রানে পিছিয়ে আছে তারা।

দ্বিতীয় স্তরের অপর ম্যাচে প্রথম ইনিংসে ১৯৪ রান করেই ৭৫ রানের লিড পায় রাজশাহী। আগের দিনের ৪ উইকেটে ৫৬ রান নিয়ে ব্যাট করতে নামা চট্টগ্রাম এদিন শেষ ৬ উইকেট হারিয়ে আর ৬৩ রান যোগ করতে পারে। মূলত সানজামুলের ঘূর্ণিতে পড়ে ১১৯ রানে গুটিয়ে যায় দলটি।

চট্টগ্রামের কোনো ব্যাটারই এদিন দায়িত্ব নিতে পারেননি। তাসামুল হকের ব্যাট থেকে আসে ২৪ রান। রাজশাহীর পক্ষে ৪৩ রানের খরচায় ৬টি উইকেট পান সানজামুল। ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সাকলায়েন সজিব।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩২ রান করেছে রাজশাহী। প্রিতম কুমার ৮৫ রানে অপরাজিত রয়েছে। তার সঙ্গে ৫১ রানে ব্যাট করছেন ফরহাদ রেজা। ষষ্ঠ উইকেটে এ জুটি এখন পর্যন্ত ৯৯ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছে। তানজিদ হাসানের ব্যাট থেকে আসে ৪৩ রান। চট্টগ্রামের পক্ষে ৮৪ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

সাভারে প্রথম স্তরের ম্যাচে বৃষ্টির কারণে ৪৩ ওভার খেলা সম্ভব হয়। তাতেই খুলনা বিভাগের বিপক্ষে ১৩২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে সিলেট বিভাগ। মূলত আল-আমিন হোসেনের তোপে পড়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে ষষ্ঠ উইকেটে জাকের আলীর সঙ্গে ৫১ রানের জুটি গড়েছিলেন শাহানুর রহমান। এরপর ফের ব্যাটিং ধসে পড়ে দলটি।

জাকের ৩৬ ও শাহানুর ২৮ রান করেন। আবু সায়েম ৬ ও ইবাদত হোসেন ০ ব্যাট করছেন। খুলনার পক্ষে ৩৪ রানের খরচায় ৪টি উইকেট পান আল-আমিন।

সাভারে প্রথম স্তরের অপর ম্যাচটি বৃষ্টির তোপে পড়ে। রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচটি ৪৯.৩ ওভার পর্যন্ত খেলা সম্ভব হয়েছে। তাতে ৪ উইকেটে ১১৫ রান তুলে দিন শেষ করেছে ঢাকা। আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ৪৭ রান। তাইবুর রহমান ২৪ ও শুভাগত হোম ৮ রানে উইকেটে আছেন। রংপুরের পক্ষে ২টি উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

Comments