মোসাদ্দেকের ভূমিকা একটু ভিন্ন থাকবে: মুমিনুল

মিরপুরের উইকেট সাধারণত হয় স্পিন বান্ধব। সেখানে দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে একজন অফ স্পিনার থাকেন একাদশে। মিরাজ ও নাঈম না থাকায় বিশেষজ্ঞ অফ স্পিনার সংকটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
Mominul Haque
অধিনায়ক মুমিনুল হক। ছবি: ফিরোজ আহমেদ

মিরপুরে সাধারণত তিন স্পিনার নিয়েই প্রতিপক্ষের উপর চেপে বসতে চায় বাংলাদেশ।  এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সেই স্পিন বিভাগে লেগেছে বড় ধাক্কা। মেহেদী হাসান মিরাজের চোটে যাকে যিনি চট্টগ্রাম টেস্ট খেলেছিলেন সেই নাঈম হাসানও চোটে ছিটকে গেছেন। ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে খেলানো ছাড়া তাই বিকল্প নাই বাংলাদেশের। তবে অধিনায়ক মুমিনুল হক জানালেন এতে বড় কোন সমস্যা দেখছেন না তারা।

মিরপুরের উইকেট সাধারণত হয় স্পিন বান্ধব। সেখানে দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে একজন অফ স্পিনার থাকেন একাদশে। মিরাজ ও নাঈম না থাকায় বিশেষজ্ঞ অফ স্পিনার সংকটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আগের দিন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানও জানান এই ঘাটতির কথা। যাকে দিয়ে ঘাটতি পূরণ করা হবে সেই মোসাদ্দেক মূলত ব্যাটসম্যান। অফ স্পিনার হিসেবে সাদা বলে বেশি কার্যকর তিনি। লাল বলের ক্রিকেটে তার অফ স্পিনকে সেভাবে কদর করা হয় না।

রোববার সংবাদ সম্মেলনে স্পিন বিভাগের ঘাটতি নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক জানান, মোসাদ্দেককে দেওয়া হবে বিশেষ ভূমিকা,  'এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওরই (মোসাদ্দেক) হয়ত খেলার সম্ভাবনা বেশি। স্পিন বিভাগ যদি দেখেন তাইজুল কিন্তু এক দেড় বছর ধরে খুবই ভালো বল করছে। আর সাকিব ভাইও কিন্তু শেষ টেস্টে খুব ভালো করেছে। মোসাদ্দেক যদি খেলে ওর ভূমিকা একটু ভিন্ন থাকবে।'

'মাঝেমধ্যে হয়ত ওরকম পরিস্থিতিতে পড়তে পারেন, তো ওখান থেকে কোনো না কোনোভাবে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে তাকে ভালোভাবে বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। সাকিব ভাই, তাইজুল ভাই যেহেতেু আছে ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। আশা করি কোনো সমস্যা হবে না।' 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank cuts lending rate margin

Bangladesh Bank says ‘reserve heist’ report is fake

It was “absolutely fake” news, Bangladesh Bank spokesman Mezbaul Haque said today.

1h ago