ঋণ পরিশোধে আবারো বড় সুযোগ

করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে ঋণ পরিশোধে গ্রাহকদের আবারও বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল শুক্রবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত এ সার্কুলার প্রকাশ করে।
বাংলাদেশ ব্যাংক

করোনা মহামারি পরিস্থিতি বিবেচনা করে ঋণ পরিশোধে গ্রাহকদের আবারও বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল শুক্রবার ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত এ সার্কুলার প্রকাশ করে।

এতে বলা হয়, চলতি বছর ঋণের কিস্তির একটি অংশ পরিশোধ করলেই ঋণগ্রহীতা আর খেলাপি হিসেবে চিহ্নিত হবেন না। আগামী ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে মোট ঋণের কিস্তির ন্যূনতম ২৫ শতাংশ পরিশোধ করা হলে ওই সময়ে ঋণ বা বিনিয়োগগুলো বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। ডিসেম্বরে পরিশোধ করার পরে ঋণের অবশিষ্ট অংশ পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলতি বছরের জুন পর্যন্ত পরিশোধযোগ্য কিস্তিগুলোর ন্যূনতম ২০ শতাংশ ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আগামী ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ওই সময়ে ঋণ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না।

এতে আরও বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব প্রলম্বিত হওয়ায় চলমান অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের গতিধারা স্বাভাবিক রাখার মাধ্যমে কাঙ্ক্ষিত বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্য সমুন্নত রাখা দরকার।

Comments