চ্যাপলিনের মত সেজে ভক্তদের বিশ্বরেকর্ড

চার্লি চ্যাপলিনের বিখ্যাত ‘লিটল ট্র্যাম্প’ চরিত্রের মত করে একসঙ্গে সেজে বিশ্ব রেকর্ড করেছেন তাঁর ভক্তরা। রবিবার সুইজারল্যান্ডে বিভিন্ন বয়সী ৬৬২ জন ব্যক্তি এই অভিনেতার সুপরিচিত কালো জ্যাকেট, ঢিলেঢালা প্যান্ট, জুতো, বোউলার টুপি, টুথব্রাশ গোঁফ ও লাঠি নিয়ে সেজে সমবেত হয়েছিলেন।
ছবি: এএফপি

চার্লি চ্যাপলিনের বিখ্যাত ‘লিটল ট্র্যাম্প’ চরিত্রের মত করে একসঙ্গে সেজে বিশ্ব রেকর্ড করেছেন তাঁর ভক্তরা। রবিবার সুইজারল্যান্ডে বিভিন্ন বয়সী ৬৬২ জন ব্যক্তি এই অভিনেতার সুপরিচিত কালো জ্যাকেট, ঢিলেঢালা প্যান্ট, জুতো, বোউলার টুপি, টুথব্রাশ গোঁফ ও লাঠি নিয়ে সেজে সমবেত হয়েছিলেন।

পশ্চিম সুইজারল্যান্ডে চ্যাপলিনের বাড়ির সামনে এই ভক্ত সমাবেশ হয়েছে। সারা ইউরোপ থেকেই এসেছিলেন তাঁরা। চ্যাপলিন তাঁর জীবনের শেষ এক দশক এখানে কাটিয়েছিলেন। গত বছর বাড়িটিকে জাদুঘরে পরিণত করা হয়েছে।

চ্যাপলিন স্মৃতি জাদুঘরের মুখপাত্র এএফপিকে জানান, অতীতে চ্যাপলিন ভক্তদের বড় বড় সমাবেশ হলেও সেগুলোর কোনটারই হিসাব রাখা হয়নি। এবারই প্রথম বিষয়টি রেকর্ড করা হচ্ছে।

নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা চার্লি চ্যাপলিন ১২৮ বছর আগে ১৬ এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ২৫ ডিসেম্বর ৮৮ বছর বয়সে মারা যান তিনি।

এক বছর আগে চ্যাপলিনের জন্মবার্ষিকীতে সুইজারল্যান্ডের বাড়িটিকে ‘চ্যাপলিনস ওয়ার্ল্ড মিউজিয়াম’ নাম দিয়ে জাদুঘরে পরিণত করা হয়। উদ্বোধনের সময় আশা করা হচ্ছিল বছরে দুই লাখ ২০ হাজার মানুষ এটি পরিদর্শন করবেন। তবে প্রথম বছরেই প্রায় তিন লাখ মানুষ জাদুঘরটি দেখেছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

11h ago