জিপি, রবি, বাংলালিংকের ফোরজি সেবা চালু

​মোবাইল ইন্টারনেট যোগাযোগের চতুর্থ প্রজন্মের (ফোরজি) লাইসেন্স পাওয়ার কিছুক্ষণ পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই সেবা চালু করেছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।
বাংলাদেশে ফোরজি সার্ভিস

মোবাইল ইন্টারনেট যোগাযোগের চতুর্থ প্রজন্মের (ফোরজি) লাইসেন্স পাওয়ার কিছুক্ষণ পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এই সেবা চালু করেছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গতকাল সন্ধ্যায় ঢাকা ক্লাবে মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স তুলে দেন। এর পর পরই বড় তিনটি অপারেটরদের পক্ষ থেকে জানানো হয় তারা দেশের বড় শহরগুলোতে প্রায় চারশো বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) থেকে ফোরজি সেবা শুরু করেছে।

তবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক কিছুদিন বাদে তাদের গ্রাহকদের জন্য ফোরজি সেবা চালু করবে।

লাইসেন্স পাওয়ার কিছুক্ষণের পরই দেশের সর্ববৃহৎ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফলি ফেসবুক লাইভে ফোরজি সেবা চালু করার ঘোষণা দেন। শুরুতে তারা ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় ফোরজি চালু করেছে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব জেলাকে ফোরজি’র আওতায় আসবে।

শুরুতে ঢাকায় ৩০টি ও চট্টগ্রামে ২০টি বিটিএস দিয়ে ফোরজি চালু করেছে গ্রামীণফোন। ডিজিটাল বাংলাদেশের জন্য মাইলফলক আখ্যা দিয়ে মাইকেল ফলি বলেন, “বাংলাদেশে এটা আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত।”

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান লাইসেন্স পাওয়ার পর পরই তারা ১৭৯টি বিটিএস দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে ফোরজি সেবা দেওয়া শুরু করেছেন। সার্বিক প্রস্তুতি বাকি থাকলেও তার আশা দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে ফোর জি নেটওয়ার্ক।

আজকের মধ্যেই দেশের বেশিরভাগ জেলা শহরে রবির গ্রাহকরা ফোরজি ব্যবহার করতে পারবেন।

আর তৃতীয় বৃহত্তম মোবাইল ক্যারিয়ার বাংলালিংক ২০০টি বিটিএস দিয়ে বিভিন্ন শহরে ফোরজি সেবা শুরু করেছে। প্রতিক্রিয়ায় বাংলালিংকের সিইও এরিক আস বলেছেন, “ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার নতুন যুগে প্রবেশের দিন আজ।”

বাংলালিংক গতকাল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে ফোরজি চালু করেছে।

লাইসেন্স হস্তান্তরের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, ফোরজি সর্বনিম্ন গতি হবে ৭ এমবিপিএস। সেবার মান নিশ্চিতে নীতিমালা পালনে কঠোর হবেন তারা।

Comments

The Daily Star  | English

Rooppur Nuclear Power Plant: First unit to start production in December

Project deadline extended by 2 years, but authorities hope to complete grid line work before scheduled commissioning

9h ago