শীর্ষ খবর

৬ ঘণ্টা চেষ্টার পর নরসিংদীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

ভোর থেকে টানা ছয় ঘণ্টা চেষ্টার পর নরসিংদীর শাহেপ্রতাপের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে আটটি ইউনিট কাজ করে।
Narsingdi fire
আজ ভোর থেকে টানা ছয় ঘণ্টা চেষ্টার পর নরসিংদীর শাহেপ্রতাপের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: স্টার

ভোর থেকে টানা ছয় ঘণ্টা চেষ্টার পর নরসিংদীর শাহেপ্রতাপের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে আটটি ইউনিট কাজ করে।

আব্দুর রাজ্জাক মিয়ার গুদামটিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পর তা দ্রুত গুদামের ভিতরে রাখা কয়েকশ টন তুলা ও গুদামজাত করা সুতায় ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী খবর আগুন লাগার খবর জানালে নরসিংদী, মাধবদী ও শিবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সেলিম জানান, “ছয় ঘণ্টা চেষ্টা করার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে তা তদন্তের পর বলা যাবে।”

নিজেকে নরসিংদী সরকারী কলেজের ছাত্র পরিচয় দিয়ে গুদামের পার্শ্ববর্তী বাড়ির এক যুবক বলেন যে আগুন লাগার খবর পেয়ে তিনি বিভিন্ন ফায়ার স্টেশনকে জানান। আবাসিক এলাকা থেকে গুদামটি অবিলম্বে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিও করেন তিনি।

ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে বলে জানায় ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, নরসিংদী সদর উপজেলার শাহেপ্রতাপের সুরুজ মিয়ার জায়গা ভাড়া নিয়ে ব্যবসায়ী রাজ্জাক মিয়া এক গুদাম নির্মাণ করে বিভিন্ন স্পিনিং মিল থেকে বাতিল তুলা ও সুতা কিনে এনে এ গুদামে রেখে প্রক্রিয়াজাত করে বেচাকেনা করেন।

Comments

The Daily Star  | English
High temperature days record in Bangladesh

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

13h ago