শীর্ষ খবর

জন-দুর্ভোগের জন্যে দায়ী আ. লীগ এমপিদের মনোনয়ন দেওয়া হবে না: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল নিউইয়র্কে বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যেসব সংসদ সদস্য জন-দুর্ভোগের জন্যে দায়ী তাঁদেরকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।
Muhith
নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ছবি: স্টার

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল নিউইয়র্কে বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যেসব সংসদ সদস্য জন-দুর্ভোগের জন্যে দায়ী তাঁদেরকে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।

আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের কাছে ভোট চাওয়ার সময় তিনি জানান যে আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছে।

নিউইয়র্ক থেকে আমাদের সংবাদদাতা জানান, মুহিত আশা করেন যে তাঁর দল আগামী নির্বাচনেও ক্ষমতায় আসবে। কেননা, তাঁর মতে, দলটি দেশে অনেক উন্নয়ন কাজ করে যাচ্ছে।

জ্যাকসন হাইটসে আমেরিকা-বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক চলাকালে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মুহিত এই মন্তব্য করেন।

হাওরের বর্তমান বিপর্যয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাওর এলাকার মানুষদের জান-মাল রক্ষার জন্যে সরকার একটি মাস্টার প্লান হাতে নিয়েছে।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)-র শর্ত পূরণে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এক্ষেত্রে বরাদ্দ পাওয়ার জন্যে একটি দেশকে জাতীয় আয়ের ছয় শতাংশ ব্যয় করতে হয়, কিন্তু বাংলাদেশ মাত্র দুই শতাংশ ব্যয় করেছে।

 

Click here to read the English version of this news

Comments