01:04 PM , Dec 07, 2016
01:04 PM , Dec 07, 2016 / LAST MODIFIED: 01:04 PM , Dec 07, 2016

আচরণবিধি লঙ্ঘন, সাকিবের জরিমানা

স্টার অনলাইন রিপোর্ট

আচরণবিধি লঙ্ঘন, সাকিবের জরিমানা
উইকেট পতনের পর ঢাকা ডায়নামাইটসের উদযাপন। ছবি: স্টার

আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটানস বনাম ঢাকা ডায়নামাইটসের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘন করেন এই বিশ্বসেরা অল রাউন্ডার।

ক্রিকেট বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.১.৪ লঙ্ঘন করেছেন সাকিব। অনুচ্ছেদটিতে ‘ম্যাচ চলাকালীন অশ্লীল, আক্রমণাত্মক এবং আপত্তিকর ভাষা বা অঙ্গভঙ্গি’ বিষয়ে নির্দেশনা রয়েছে।     

খুলনা টাইটানসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহির করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউয়ের আবেদন করে ঢাকা। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেয়ার পর সাকিব আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ করেন অন-ফিল্ড আম্পায়ার নাদির শাহ্‌, খালিদ মাহমুদ, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান এবং ফোর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু।

সাকিবকে এ ঘটনায় ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাঁর নামে।

Click here to read the English version of this news

পাঠকের মন্তব্য

অন্যান্য সংবাদ