খেলা

অভিষেক হচ্ছে শান্তর?

চোটে পড়ে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হওয়ার খবর পুরনো। তামিমকে পাওয়া যাবে না আরও বেশ কদিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই তাই ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন নতুন একজন। জানা গেছেম সেই নামটি নাজমুল হোসেন শান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
Nazmul Hossain Shanto
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চোটে পড়ে তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হওয়ার খবর পুরনো। তামিমকে পাওয়া যাবে না আরও বেশ কদিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই তাই ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন নতুন একজন। জানা গেছেম সেই নামটি নাজমুল হোসেন শান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

তামিম ছিটকে পড়লেও স্কোয়াডে নতুন আর কাউকে যোগ করা হচ্ছে না।

রোববার খালেদ মাহমুদ সুজন জানান স্কোয়াডে যথেষ্ট ব্যাকআপ তাদের আছে,  ‘আমরা যখন ১৬ জন নিয়ে এসেছি। মুমিনুলকে ওই চিন্তা করেই আনা হয়েছে। তামিম-সাকিবের হালকা চোট ছিল। আমাদের পর্যাপ্ত ভালো খেলোয়াড় আছে। আমরা এখনই বদলির চিন্তা করছি। এরা ভালো খেলবে বিশ্বাস করি।’

তামিম না থাকায় লিটন দাসই আছেন নিয়মিত ওপেনার হিসেবে। শান্ত বা মুমিনুলের কেউই ঘরোয়া পর্যায়ে নিয়মিত ওপেন করতে নামেন না। তবে শান্তকে শুরু থেকেই কোচ ব্যাকআপ ওপেনারের বিবেচনায় রেখেছেন। ওপেন করার কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে তাকে।

ওপেনিংয়ের বিকল্প ভাবনায় আছেন মুমিনুলও। সাকিবের চোট না খেলার মতো হলে ওয়ানডাউনেও তিনি ছিলেন বিকল্প। সর্বশেষ আয়ারল্যান্ড সফরে ওপেন করতে নেমে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল, তার দলে আসায় ভূমিকা রেখেছিল এই ইনিংস। কিন্তু দলসূত্রের খবর কোচ স্টিভ রোডসের নাকি তরুণ শান্তকেই বেশি মনে ধরেছে।

নিউজিল্যান্ড সফরে ঘটনাচক্রে জাতীয় দলের হয়ে একটা টেস্ট খেলে ফেলেছিলেন শান্ত। আন্তর্জাতিক অভিষেক হয়নি আর কোনও ফরম্যাটেই। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষেই হয়ত মাঠে নামতে যাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে কোন রান না করে আউট হওয়া ১৩ ওয়ানডে খেলা লিটন তার সঙ্গী হতে পারেন। অনেকদিন পর তাই আনকোরা এক ওপেনিং জুটি নিয়েই নামার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

 

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago