'ভীষণ কাঙ্ক্ষিত জয়' ছেলেকে উৎসর্গ মুশফিকের

২১৫ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। ওপেন করতে নেমে ঝড় তুলেন লিটন দাস। পাওয়ার প্লের ছয় ওভারেই আসে ৭৪ রান। মাত্র ১৯ বলে ৫ ছক্কায় ৪৩ করেন লিটন। তামিম খেলেন ২৯ বলে ৪৭ রানের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার নিতে এসে মুশফিক স্মরণ করলেন সবার কৃতিত্ব।
Mushfiqur Rahim
নিদহাস কাপে শ্রীলঙ্কাকে হারাতে ৩৫ বলে ৭২ রানের ইনিংস খেলার পর ম্যাচ সেরা মুশফিকুর রহিম। ফাইল ছবি: এএফপি

শেষ দুই ওভারে দরকার ১৯। রান আউট হয়ে ফিরলেন সাব্বির রহমান। মুশফিকুর রহিম ভড়কে না গিয়ে ওই ওভারেই মিড উইকেট দিয়ে নুয়ান প্রদীপকে হাঁকালেন ছক্কা। পরের ওভারে দরকার ৯ ।  ২, ৪, ২, ১ । প্রথম চার বলেই খেল খতম। বাংলাদেশ জিতে গেল৫ উইকেটে। মাঝ মাঠে গর্জন করে নাগিন নাচ দিচ্ছিলেন ৩৫ বলে ৭২ করে অপরাজিত মুশফিক। ম্যাচ শেষে জানিয়েছে বহু কাঙ্ক্ষিত এই জয় উৎসর্গ করেছেন নবজাতক সন্তানকে। 

২১৫ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। ওপেন করতে নেমে ঝড় তুলেন লিটন দাস। পাওয়ার প্লের ছয় ওভারেই আসে ৭৪ রান। মাত্র ১৯ বলে ৫ ছক্কায় ৪৩ করেন লিটন। তামিম খেলেন ২৯ বলে ৪৭ রানের ইনিংস। ম্যাচ সেরার পুরষ্কার নিতে এসে মুশফিক স্মরণ করলেন সবার কৃতিত্ব।

'সত্যি ভীষণ দরকার ছিল এই জয়। স্নায়ু ধরে রাখায় ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। লিটন আর তামিম যেভাবে ব্যাট করেছে, ওটা ছিল অসাধারণ। উইকেটও ব্যাট করার জন্য খুব ভালো ছিল। আমি এই জয় আমার ছেলেকে উৎসর্গ করছি। তার বয়স মাত্র ৩৫ দিন। দিনশেষে জেতাটা দরকার ছিল।' 

বেশ কিছু দিন থেকে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের। ঘরের মাঠে সব সংস্করণে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। সঙ্গে যোগ হয় সাকিব আল হাসানের চোট। সব দুঃসময়ের কালো মেঘ সরাতে একটা জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ার রেকর্ড গড়েই সেটা পেয়েছে বাংলাদেশ। 

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

42m ago