অলকের অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

আগের ম্যাচে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে মোহামেডানকে হারিয়েছিলেন অলক কাপালী। এবার ব্যাটে বলে দেখিয়েছেন ঝলক। তার অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকে ২৪ রানে হারিয়ে আসরের টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
Alok Kapali
ছবি: সংগ্রহ

আগের ম্যাচে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে মোহামেডানকে হারিয়েছিলেন অলক কাপালী। এবার ব্যাটে বলে দেখিয়েছেন ঝলক। তার অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকে ২৪ রানে হারিয়ে আসরের টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

রোববার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বিকেএসপিতে টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাট করতে পাঠিয়েছিল প্রাইম ব্যাংক। ব্রাদার্সের করা ২৯৪ রানের জবাবে নাহিদুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ের পরও প্রাইম ব্যাংক থেমেছে ২৭০ রানে।

ব্রাদার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক শুরুটা এনে দেন ভালো। ৪৯ রানের ওপেনিং জুটির পর ওয়ানডাউনে নেমে মাইশুকুর রহমানও গড়েছেন ছোট জুটি।

তবে ব্রার্দাসের মূল কাজটা করেছেন চারে নামা অধিনায়ক অলক। ১৪৯ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বাধেন ইয়াসির আলি। অলক-ইয়াসির জুটিতে আসে ৯৫ রান। ৬৭ বলে ৭৯ রানের ইনিংসে অলক মেরেছেন ৫টি করে ছক্কা আর চার। চারটি চার আর দুই ছক্কায় ৬৩ বলে ৬৯ রান করেন ইয়াসির। তাতে ২৯৪ রানের শক্ত ভিত পায় ব্রাদার্স।

২৯৫ রানের লক্ষ্যে নামা প্রাইম ব্যাংককে শুরুতেই চেপে ধরে ব্রাদার্স। অধিনায়ক মেহেদী মারুফকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ইফতিখার সাজ্জাদ। আরেক ওপেনার জাকির হাসান খেলছিলেন স্বচ্ছন্দে। আগের দিন শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া এই উইকেটকিপার ব্যাটসম্যান ঠিক ৫০ রান করেই কাটা পড়েন অলকের স্পিনে।

প্রাইম ব্যাংকের ভারতীয় ব্যাটসম্যান কুনাল চান্দেলা আর মেহরাহ হোসেন জুনিয়রের উইকেটও নেন অলক। মেহেদী হাসান রানা ও সোহরোয়ার্দি শুভও উইকেট নেওয়া শুরু করলে এক পর্যায়ে ১৫৩ রানেই ৭ উইকেট হারায় প্রাইম।

তবে বিপর্যয়ের মধ্যে নেমে খেলার হিসাব নিকাশ পালটে দিচ্ছিলেন নাহিদুল ইসলাম আর দেলোয়ার হোসেন। অষ্ঠম উইকেটে তাদের ১০৭ রানের জুটিতে ম্যাচ জমে উঠে। শেষ পর্যন্ত পেসার খালেদ আহমেদ ফিরিয়েছেন দুজনকেই।

৬৯ বলে ৮ চার আর ৪ ছক্কায় ৮৮ রান করে আউট হন নাহিদুল। দেলোয়ারের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৩৪ রানের ইনিংস।

ব্যাটিংয়ে ৭৮ রান আর বল হাতে ৪৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অলক। 

Comments

The Daily Star  | English
Inner ring road development in Bangladesh

RHD to expand 2 major roads around Dhaka

The Roads and Highways Department (RHD) is going to expand two major roads around Dhaka as part of developing the long-awaited inner ring road, aiming to reduce traffic congestion in the capital.

16h ago