১৩৫ পণ্য আমদানিতে ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রক শুল্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ১৩৫টি পণ্যের উপর ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রক শুল্ক আরোপ করেছে।
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ১৩৫টি পণ্যের উপর ২০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রক শুল্ক আরোপ করেছে।

আমদানি নিরুৎসাহিত ও বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সম্প্রতি সরকারের সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুল্ক আরোপ করা নতুন পণ্যগুলোর মধ্যে আছে প্রসাধনী, ফুল, ফল, আসবাবপত্র।

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, 'আমদানি নিরুৎসাহিত করতে এবং বৈদেশিক মুদ্রার চাহিদা কমাতে আমরা এই ব্যবস্থা নিয়েছি।'

নতুন এই শুল্ক বৃদ্ধির পর এসব পণ্য আমদানি আরও বেশি ব্যয়বহুল হবে। কেননা, আমদানিকারকদের এই পন্যগুলোর ওপর বিদ্যমান কাস্টমস ট্যারিফ, মূসক ও কর ছাড়াও এই অতিরিক্ত নিয়ন্ত্রক শুল্ক দিতে হবে।

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

2h ago