দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারের আদালত এক দুর্নীতি মামলায় দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
Aung San Suu Kyi
অং সাং সু চি। ছবি: রয়টার্স

মিয়ানমারের আদালত এক দুর্নীতি মামলায় দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সু চিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

আজ বুধবার এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি সু চির বিরুদ্ধে আনা ১১ দুর্নীতি মামলার প্রথমটির রায়।

ইতোমধ্যে ২টি মামলায় সু চির ৬ বছরের কারাদণ্ড হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে সূত্রটি আরও জানান, আদালতের অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিচারক রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগে দাবি করা হয়েছে, সু চি ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘুষ হিসেবে ৬ লাখ ডলার ও স্বর্ণের বার নিয়েছিলেন।

সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করার পাশাপাশি সামরিক সরকারের দাবিগুলোকে 'অবাস্তব' বলে অভিহিত করেছেন।

তবে সু চিকে কারাগারে পাঠানো হবে কি না তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। গৃহবন্দি সু চিকে কারো সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তার বিচার কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রকাশের ওপর সামরিক শাসকের নিষেধাজ্ঞা আছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা এ বিচার কার্যক্রমকে 'প্রহসন' বলে অভিহিত করেছেন এবং সু চির মুক্তি দাবি করেছেন।

তবে সামরিক শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিরপেক্ষ আদালতে এই বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সু চি আইনি সুরক্ষার উপযুক্ত সুযোগ পাচ্ছেন বলেও জানানো হয়েছে।

রায় ঘোষণার পর সামরিক জান্তার পক্ষ থেকে মন্তব্য করার জন্য কাউকে পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা হয়েছে। সেগুলোর মধ্যে আছে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘন।

এসব অভিযোগ প্রমাণিত হলে সু চির সর্বোচ্চ ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে।

 

Comments