জলবায়ু অর্থ চুক্তিতে বাধা হতে পারে ভূরাজনীতি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।

গতকাল শুক্রবার জার্মানিতে শুরু হওয়া '৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে' জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

এই সম্মেলন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ড. মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং ২২ ফেব্রুয়ারি সেখানে অনুষ্ঠিতব্য প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

7h ago