'এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টারের মতো ঘটনা না ঘটে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এই ধরনের ঘটনা না ঘটে।’
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এই ধরনের ঘটনা না ঘটে।'

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা। এ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যদি পেছনের দিকে তাকান, র‍্যাব কখন তৈরি হয়েছিল? র‍্যাব যারা তৈরি করেছিলেন, এখন তারাই আবার র‍্যাবকে অপছন্দ করছেন।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'র‍্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছেন। র‍্যাব যে ভালো কাজগুলো করছে, সেগুলো তারা তুলে ধরছেন না। র‍্যাব যে মাদকের বিরুদ্ধে কাজ করছে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে, তারা যে (সুন্দরবন) জলদস্যুমুক্ত করল, চরমপন্থীদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, সব সময় জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, সে কথাগুলো তারা কখনো তুলে ধরেন না। তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলেন।'

মন্ত্রী আরও বলেন, 'আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টার বা এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশ বাহিনীর সঙ্গে যদি কেউ অস্ত্র তুলে কথা বলে; পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এ সমস্ত ফায়ারিংয়ের ঘটনা ঘটে। এগুলো সবই যদি এই এলিট ফোর্স র‍্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি, এটা তাদের প্রতি অবিচার হচ্ছে।'

'র‍্যাব কি তাহলে রাজনৈতিক বিরোধিতার মুখে'—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনারাই বিচার করবেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।'

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

1h ago