২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে ৮.৫৩ শতাংশ, মৃত্যু ৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১০৫ জন। একইসঙ্গে শনাক্ত হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১০৫ জন। একইসঙ্গে শনাক্ত হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল ১ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনের করোনা শনাক্ত হলো।

Comments

The Daily Star  | English

First phase of India polls: 40pc voter turnout in first six hours

An estimated voter turnout of 40 percent was recorded in the first six hours of voting today as India began a six-week polling in Lok Sabha elections covering 102 seats across 21 states and union territories, according to figures compiled from electoral offices in states

11m ago