দৃষ্টি প্রতিবন্ধী মিলন ইসলামের হার না মানার গল্প

দৃষ্টি প্রতিবন্ধী মিলন ইসলামের স্বপ্ন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া। কিন্তু, দরিদ্র বাবা-মা তার পড়াশুনার খরচ যোগাতে পারছেন না।

দৃষ্টি প্রতিবন্ধী মিলন ইসলামের স্বপ্ন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া। কিন্তু, দরিদ্র বাবা-মা তার পড়াশুনার খরচ যোগাতে পারছেন না।

২০০৩ সাল থেকে লালমনিরহাটের হাড়িভাঙ্গায় আরডিআরএস বাংলাদেশ'র পুনর্বাসন কেন্দ্রে থাকার সুযোগ পান মিলন। সেখান থেকে ২০১৩ সালে এসএসসি ও ২০১৫ সালে এইচএসসি পাস করেন।

গত নভেম্বরে তার বিএ পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে অর্থাভাবে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম।

দৃষ্টি প্রতিবন্ধী হলেও বাদ্যযন্ত্র তবলায় রয়েছে মিলনের বিশেষ দক্ষতা। ২০১৪ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

মিলন ইসলামের হার না মানার গল্প নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

39m ago