চট্টগ্রামে ১০ বছরে উধাও ৩ হাজার জলাশয়

চট্টগ্রাম নগরীর একাধিক পুকুর-দীঘি হারিয়ে যাচ্ছে দখল, মাটি ভরাট ও দূষণের কারণে। শহরের নন্দনকানন এলাকায় ঐতিহাসিক রথের পুকুর এখন শুধুই স্মৃতি।

চট্টগ্রাম নগরীর একাধিক পুকুর-দীঘি হারিয়ে যাচ্ছে দখল, মাটি ভরাট ও দূষণের কারণে। শহরের নন্দনকানন এলাকায় ঐতিহাসিক রথের পুকুর এখন শুধুই স্মৃতি।

রথের পুকুরের মতো দেওয়ান বাজারের দেওয়ানজি পুকুর, আন্দরকিল্লার রাজা পুকুর, বহদ্দারহাটের মইল্লার পুকুর ও মুন্সি পুকুর, চান্দগাঁওয়ের মৌলভী পুকুরসহ আরও অনেক পুকুর-দীঘি বছরের পর বছর ধরে একই পরিণতির মুখোমুখি হয়েছে।

বন্দরনগরীর পুকুর-দীঘিগুলোর দুরবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সার-সংক্ষেপ।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

31m ago