খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে।

আজ সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি বলেন, 'যদি খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। কিন্তু, তিনি চাইলে দেশের যে কোনো স্থানে চিকিৎসা নিতে পারবেন।'

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বিদেশে পাঠানো হয়েছে এবং বিদেশি চিকিৎসকরাও তার চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে পারেন।'

তিনি কূটনীতিকদের জানান, সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনের কথা উল্লেখ করে জানান, এটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

'কিছু মানুষের অতিরিক্ত উৎসাহের কারণে নির্বাচনে কিছু সহিংসতা হয়েছিল,' যোগ করেন তিনি।

রোহিঙ্গা সংকট, ভাসানচরে স্থানান্তর, ৪-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব শান্তি সম্মেলন নিয়েও কূটনীতিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সৌদি পরিবহনমন্ত্রী সালেহ বিন নাসের আল-জাসার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। সৌদি পরিবহনমন্ত্রী জানিয়েছেন, অন্তত ৩০টি সৌদি বেসরকারি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago