কাল থেকে সারা দেশে বাস মালিক-শ্রমিকদের কর্মবিরতি

জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাস্তায় যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি পরিবহন মালিক ও শ্রমিকরা।
Pabna_Bus_Strike_31Dec20.jpg
ছবি: স্টার ফাইল ছবি

জ্বালানি তেলে দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে রাস্তায় যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি পরিবহন মালিক ও শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাহী সভাপতি রুস্তম আলী খান।

সংগঠনটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা জানান, কেন্দ্র থেকে তারা ধর্মঘটের ডাক না দিলেও জেলায় তাদের শাখাগুলো তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল থেকে পরিবহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে এই কর্মবিরতির কথা জানিয়েছেন তারা।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক জানান, তারা কর্মবিরতির জন্য কাউকে বাধ্য করছেন না, বাস মালিক-শ্রমিকরা স্বেচ্ছায় তাদের যানবাহন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, 'লস করে গাড়ি চালাবো কেন?'

তিনি জানান, একজন বাস মালিক মাসে ১০ দিন ৪৫ কিলোমিটার রুটে বাস চালিয়ে আয় করেন প্রায় ৮ হাজার টাকা। ভাড়া একই রেখে যদি বাড়তি তেলের দাম দিতে হয় তাহলে তাদের আর কিছুই থাকবে না।

'অনেক বাস মালিক ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছেন, আর বেশিরভাগ বাস আগামীকাল থেকে বন্ধ থাকবে,' যোগ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম।

আজ মধ্যরাত থেকে প্রতি লিটার কেরোসিন ও ডিজেল বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। এর আগে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হতো ৬৫ টাকা করে।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

3h ago