ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

করোনা মহামারির কারণে ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সশরীরে ক্লাস ও পরীক্ষা। ১৭ অক্টোবর ২০২১। ছবি: স্টার

করোনা মহামারির কারণে ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

আজ রোববার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব প্রস্তুতি শেষে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্লাস ও পরীক্ষার সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন। ক্লাসরুমে আসার আগে আমরা শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে নিচ্ছি।'

তথ্যপ্রযুক্তি ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আল হাসান মুন্না ডেইলি স্টারকে বলেন, 'দীর্ঘ দিন পর সশরীরে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারায় অনেক আনন্দিত। সবাই আবার দেখতে পেয়ে বেশ খুশি হয়েছি।'

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

16m ago