সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ

২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাগ। আজ বৃহস্পতিবার বিকেলে সুইডিশ একডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছেন।

২০২১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ার কথাসাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। আজ বৃহস্পতিবার বিকেলে সুইডিশ একডেমি নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

আবদুলরাজাক গুরনাহ ১৯৪৮ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন। ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে তার বেড়ে ওঠা। তিনি ১৯৬০-এর দশকের শেষ দিকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে যান।

আবদুলরাজাক গুরনাহ ইংল্যান্ডে সাহিত্য চর্চা করছেন। সুইডিশ একাডেমি বলছে, ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে তার আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিশেষ করে শরণার্থীদের জীবন ও সেখানে তাদের সাংস্কৃতিক সংকট নিয়ে লিখেছেন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago