৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার ইউনিয়ন পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে টিকাদান কার্যক্রম শুরু করবে।
সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার ইউনিয়ন পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে টিকাদান কার্যক্রম শুরু করবে।

আজ মঙ্গলবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লকডাউন নিয়ে সচিবালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে।

'শিল্পপতিরা কলকারখানা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন' উল্লেখ করে তিনি বলেন, 'লকডাউন শিথিল করার ব্যাপারে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যে অনুরোধ করেছিলেন তা রক্ষা করা সম্ভব হয়নি।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

1h ago