করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২.৯৪ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯৭৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৯৪ শতাংশ।
ভারতের আহমেদাবাদে করোনায় আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য কোভিড ডেডেকেটেড হাসপাতালে নেওয়া হচ্ছে। ১৯ এপ্রিল, ২০২১। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯৭৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৯৪ শতাংশ।

আজ সকাল সাড়ে দশটায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৭০ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা হলো তিন কোটি দুই লাখ ৭৯ হাজার ৩৩১ এবং মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৬ হাজার ৭৩০ জনের।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৯৪ শতাংশ এবং তা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে কিছুটা বেশি। এর আগের ২৪ ঘণ্টা শনাক্তের হার ছিল ২.৮২ শতাংশ।

এ ছাড়াও, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

59m ago