২০২০ সালে অন্তত ৪৫১০ বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছে

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে অন্তত চার হাজার ৫১০ দশ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি স্থল ও সমুদ্রপথে ইতালি, মাল্টা, স্পেন বা গ্রিসের প্রবেশের মাধ্যমে ইউরোপে গেছেন।
সংগৃহীত ফাইল ছবি

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে অন্তত চার হাজার ৫১০ দশ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি স্থল ও সমুদ্রপথে ইতালি, মাল্টা, স্পেন বা গ্রিসের প্রবেশের মাধ্যমে ইউরোপে গেছেন।

ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স (ডিটিএম) ইউরোপের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ইতালিতে নিবন্ধিত হয়েছেন (যা স্থল ও সমুদ্রপথে আগতদের ৯২ শতাংশ)।

এছাড়াও, একই বছরে পশ্চিম বলকান (ডব্লিউবি) দেশগুলোর মধ্য দিয়ে প্রবেশের সময় ৮,৮৪৪ জন বাংলাদেশিকে ট্র্যাক করা হয়েছিল।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে মাত্র ২১ জন নিবন্ধিত অভিবাসী যুক্তরাজ্যে যান।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) প্রকাশিত ইন্টারন্যাশনাল মাইগ্র্যান্টস স্টক-২০২০ অনুযায়ী, মোট চার লাখ ৫৬ হাজার ৫১৬ বাংলাদেশি ২০২০ সালে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেছেন। তাদের ৬০ শতাংশই পুরুষ।

Comments

The Daily Star  | English

Chattogram shoe factory fire under control

A fire that broke out at a shoe accessories manufacturing factory on Bayezid Bostami Road in Chattogram city this afternoon was brought under control after two hours.

2h ago