ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এ অভিযোগ করেছেন।
DU_Clash_1Jun21.jpg
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এ অভিযোগ করেছেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আজ সকাল সাড়ে ১১টার দিকে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় ছাত্রদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।’

এরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান শাওন, মোস্তাফিজুর রহমান রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ আনোয়ার হোসেন, সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ, বলেন রাকিব।

পেশাগত দায়িত্ব পালনের সময় একটি অনলাইন নিউজ পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আমজাদ হোসেন আহত হয়েছেন।

আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঘটনাস্থলে দাঁড়িয়েছিলাম৷ হঠাৎ শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা আমাকে মারধর শুরু করেন। সাংবাদিক পরিচয় দিলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে যান।’

এ বিষয়ে জানতে চাইলে আমির হামজা বলেন, ‘আমি প্রথমে চিনতে পারিনি। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পরে তাকে সরিয়ে দিয়েছি।’

তবে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘হামলা বিষয়ে আমরা অবগত নই। ছাত্রদলের কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নিজেদের মধ্যেই এই হামলা হতে পারে। এতে ছাত্রলীগের কেউ জড়িত নয়।’

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

3h ago