প্রবাসী কর্মীদের দুর্ভোগ নিরসনে 'কুইক রেসপন্স টিম' গঠন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

প্রবাসী কর্মীদের চলমান দুর্ভোগ নিরসনে 'কুইক রেসপন্স টিম' গঠন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
Saudi_Expatriates
প্রতীকী ছবি

প্রবাসী কর্মীদের চলমান দুর্ভোগ নিরসনে 'কুইক রেসপন্স টিম' গঠন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

আহমেদ মুনিরুস সালেহীন জানান, অভিবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা  সমাধানের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি 'কুইক রেসপন্স টিম' গঠন করা হবে।

ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের একজন পরিচালকের নেতৃত্বে এই টিমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একজন করে সদস্য থাকবেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'এই টিম কেবল চলমান করোনা মহামারির জন্যই নয়, অন্যান্য সময়েও প্রবাসীদের বিভিন্ন সমস্যায় তাদের পরামর্শ দেওয়াসহ সহযোগিতা করবে।'

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

3h ago