বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর দেশ পর্তুগাল

কৃত্রিম সৌন্দর্যের সেতুর দেশ পর্তুগাল। দেশটিতে থাকা দৃষ্টিনন্দন কয়েকটি সেতু রয়েছে ইউরোপের সেরা ১০ সেতুর মধ্যে। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছে পর্তুগালে।
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছে পর্তুগালে। ছবি: মনির হোসেন

কৃত্রিম সৌন্দর্যের সেতুর দেশ পর্তুগাল। দেশটিতে থাকা দৃষ্টিনন্দন কয়েকটি সেতু রয়েছে ইউরোপের সেরা ১০ সেতুর মধ্যে। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছে পর্তুগালে।

দেশটির বাণিজ্যিক শহর পর্তু থেকে এক ঘণ্টা দক্ষিণে আউরোকা শহরে রয়েছে এই ঝুলন্ত সেতুটি। এটি আগামী সোমবার এর উদ্বোধন করা হবে।

ইউনেস্কো স্বীকৃত আউরোকা জিও পার্ক প্রকৃতি পর্যটন ও বহিরাঙ্গন কার্যক্রমের জন্য বিখ্যাত।

ইতিহাসের পাতায় নাম লেখানো এই ঝুলন্ত সেতুটির দৈর্ঘ্য প্রায় এক হাজার ৬৯২ ফুট বা ৫১৬ মিটার।

২০১৮ সালের মে মাস থেকে নির্মাণাধীন আউরোকা শহরের নতুন এই সেতুটি অ্যান্ডেস পর্বতের উপত্যকা অঞ্চলে বিস্তৃত ইনকা সেতুগুলো থেকে অনুপ্রাণিত। বর্তমানে সেতুটি নির্মাণের ফলে আউরোকা পৌরসভা এক অপরূপ সৌন্দর্যের শহরে রূপান্তরিত হয়েছে।

পাইভা ঘাটের দুপাশ সংযুক্ত করেছে সেতুটি। পাইভা নদীর ওপরে কাঠের ঝুলন্ত সেতু পায়ে হেটে চার কিলোমিটার পাড়ি দিয়ে দর্শনার্থীরা এক গ্লাস তাজা ওয়াইন উপভোগ করতে পারবেন। কারণ বাণিজ্যিক শহর পর্তু স্থানীয় ওয়াইনের জন্য বিখ্যাত।

সেতুটির ডিজাইন করেছেন পর্তুগীজ স্টুডিও আইটিকনস এবং কন্ডুরিল নামে একটি সংস্থা। কয়েক বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে সেতুটি।

গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সেতুটি স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয়েছে। সাধারণ জনগণের মধ্যে প্রথম এই সেতু পাড়ি দিয়েছে হুগো জাভিয়ার নামের একজন।

তিনি বলেছেন, মুহূর্তটি আমার কাছে অসাধারণ এবং অনন্য অভিজ্ঞতার। আমি একটু ভয় পেয়েছিলাম। তবে আমার জন্যে সফলভাবে সেতুটি পাড়ি দেওয়া খুবই দামী অভিজ্ঞতা ছিল।

আউরোকার মেয়র মার্গারিডা বেলাম বলেন, ‘কাজটি মোটেই সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা অবশেষে সফল হতে পেরেছি। পৃথিবীতে এর মতো আর কোনো দীর্ঘতম ঝুলন্ত সেতু নেই।’

তিনি আরও বলেন, ‘নতুন এই কাঠামোটি এই এলাকায় আরও বেশি পর্যটক নিয়ে আসবে। যা দর্শনার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।’

মনির হোসেন: পর্তুগাল প্রবাসী

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

11h ago