‘অতি ঝুঁকিপূর্ণ’ দেশ ছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু আজ

করোনাভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে।

করোনাভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল শুরু হবে।

আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের ‘প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন’ বাধ্যতামূলক করা হয়েছে।

ওই ৩৮ দেশের মধ্যে ২৬টি দেশ থেকে যেকোনো যাত্রী আসতে পারবে। সেগুলো হলো— অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লিথুয়ানিয়া, লাতভিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুর্কি ও উরুগুয়ে।

আর বাকি ১২ দেশ থেকে শুধু বাংলাদেশি প্রবাসী ও নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ওই ১২ হলো— ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, কলাম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গলিনা, ওমান, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তালিকা বহির্ভূত দেশগুলো থেকে আসা যাত্রীদেরকে পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিন’ কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। তবে, ব্যতিক্রম হিসেবে কাতার, বাহরাইন ও কুয়েত— মধ্যপ্রাচ্যের এই তিনটি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান তিন দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন ব্যবস্থাপনা অনুসরণ করবেন। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টিন অথবা আইসোলেশন থাকার জন্যে বিবেচিত হবেন।

এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বেবিচকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই ৩৮ দেশ ছাড়া বাকি সব দেশ থেকে যাত্রীরা বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন। সেক্ষেত্রে যারা আসবেন, তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

Comments

The Daily Star  | English
Rana Plaza Tragedy: Trade union scenario in garment sector of Bangladesh

Trade unions surge, but workers' rights still unprotected

The number of trade unions in the garment sector of Bangladesh has surged since the Rana Plaza building collapse though most of them are failing to live up to expectations when it comes to protecting workers’ rights.

4h ago