নিষেধাজ্ঞা পৌঁছানোর ৫২ মিনিট আগে বেনাপোল দিয়ে ভারতে পালান পি কে হালদার

প্রশান্ত কুমার (পি কে) হালদার ১০ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ -এসবির ইমিগ্রেশন শাখা।
প্রশান্ত কুমার হালদার। ফাইল ছবি

প্রশান্ত কুমার (পি কে) হালদার ১০ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ -এসবির ইমিগ্রেশন শাখা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল ৩টা ৩৮ মিনিটে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে চলে যান পি কে হালদার। ২০১৯ সালের ২২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন তার বিদেশগমনের ওপর নিষেধাজ্ঞা দেয়, যা ইমিগ্রেশন পুলিশ পায় ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টায়। তার আগেই সে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পি কে হালদারের দুটি পাসপোর্ট। একটি বাংলাদেশের আর অপরটি কানাডার। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেই তিনি ভারতে পালিয়ে যান।’ 

পি কে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রশ্ন তুলেছিলেন হাইকোর্ট। আদালতের প্রশ্নের জবাবে এসবির ইমিগ্রেশন শাখা থেকে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পিকে হালদার আত্মসাত করেছেন ১০ হাজার কোটি টাকারও বেশি

টিনশেড ঘরে থাকি, ঋণ বিষয়ে কিছু জানি না: পি কে হালদারের মামাতো ভাই

পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি

অর্থ লুটপাটে পি কে হালদারের চাতুর্য ছিল বোধগম্যের বাইরে

পি কে হালদারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

দেশে ফেরা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

পি কে হালদারের অর্থ পাচার সংক্রান্ত নথি হাইকোর্টে তলব

পি কে হালদারের ২৫ সহযোগীর বিদেশযাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

48m ago