আজ প্রথম অ্যাপে মুক্তি, শাকিব খান অভিনীত বাণিজ্যিক ছবি

বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’।
Nabab LLB
‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে শাকিব খান ও মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

বিজয় দিবস উপলক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’।

বাংলাদেশে প্রথম কোনো বাণিজ্যিক ছবি ওটিটি প্লাটফর্ম মুক্তি পাচ্ছে।

শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত এই ছবির মধ্য দিয়েই শুরু হবে দেশি সিনেমার নতুন যাত্রার।

‘নবাব এলএলবি’-তে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমুখ।

ছবির টাইলেল গানসহ ‘জাস্ট চিল’ শিরোনামের পার্টি গানে আছেন হৃদি শেখ। ‘বিলিভ মি’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। গানটির কোরিওগ্রাফার হলেন হাবিব।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘আমার “নবাব এলএলবি” গল্প প্রধান ছবি। বর্তমানে যখন খুব ভয়ঙ্করভাবে নারী নির্যাতন আর ধর্ষণ বেড়েছে তখন এই ছবিটা মুক্তি পাচ্ছে। নারীর প্রতি অসম্মানের প্রতিবাদেই এই ছবিতে অভিনয় করেছি।’

তিনি আরও বলেছেন, ‘অনেকেই অত্যাচারিত হওয়ার পরও ভয়ে মুখফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। আশা করি, এই ছবিটি সেইসব নারীদের সাহস যোগাবে। সময়ের প্রতিবাদ হলো এই ছবিটা।’

সিনেমাটির পরিচালক অনন্য মামুন ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘আমার চলচ্চিত্র পরিচালনা জীবনের সেরা ছবি “নবাব এলএলবি”। করোনা মহামারির মধ্যে অনেক ঝুঁকি নিয়ে শুটিং করেছি।’

‘ছবিটি আজ আই থিয়েটার অ্যাপে মুক্তি পাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আশা করি, এই ছবি দিয়ে নতুন একটা দিগন্ত খুলবে।’

‘নবাব এলএলবি’ চলমান সময়ের প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

1h ago